প্রশ্ন: আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে?
উত্তর
শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে?
প্রশ্নঃ ৫১২৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনে কারীমের অসংখ্য আয়াতে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করার হুকুম আসছে। যেমন সূরা নিসার ১০৩ নং আয়াত, সূরা আনফালের ৪৫ নং আয়াত, সূরা আহযাবের ৪১ নং আয়াত, সূরা জুমআর ১০ নং আয়াত।এছাড়া আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় স্মরণকারীর প্রশংসাও কুরআনে বর্ণিত হয়েছে। যেমন সূরা আলে ইমরানের আয়াত নং ১৯১ এবং সূরা আহযাবের ২১ ও ৩৫ নং আয়াত।শুধু ‘আল্লাহ, আল্লাহ’ বলার দ্বারাও আল্লাহ তাআলাকে স্মরণ করা পাওয়া যায়।এছাড়া সহীহ মুসলিমে বর্ণিত এক রেওয়াতে ‘আল্লাহ, আল্লাহ’ বলা ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে না মর্মে হাদীসও রয়েছে। এ কারণে শুধু ‘আল্লাহ, আল্লাহ’ জিকির করা নিঃসন্দেহে জায়েজ।বুযুর্গানে দ্বীনের অভিজ্ঞতা দ্বারা একথা প্রমাণিত যে, ‘আল্লাহ, আল্লাহ’ জিকির অন্তর পরিশুদ্ধায়নের জন্য অনেক উপকারী। সর্বদা ‘আল্লাহ, আল্লাহ’ জিকির করলে অন্তর পরিশুদ্ধ হতে সহায়ক হয়।বাকি হাদীসে বর্ণিত জিকির করাই সর্বোত্তম। তবে কোন বুযুর্গের কাছে ইসলাহী তাআল্লুক হিসেবে প্রশিক্ষণরূপে এভাবে জিকির করতে কোন সমস্যা নেই।
রেফারেন্স
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللهُ، اللهُ (صحيح مسلم، رقم-148)
قلت وفي تکریری الاسم إشارة إلی مشروعیة ذکر الله عز وجل باسمه المفرد والرعد علی من زعم نفي کونه مشروعا ومحمودا کالحافظ ابن تیمیة في فتاواه فإنه قد أطنب إطنابا بلیغًا في إبطال مشروعیته هذا الذکر وکأنه رحمه الله قدر ذهل عن حدیث الباب فسبحان من لا ینام ولا ینسی
(فتح الملهم-1/290)