প্রশ্ন:  আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাতের সময় সামনে কাতার পূরণ হলে, পেছনে একা দাড়িয়ে জামাতের অংশ গ্রহণ করা যাবে কি? না গেলে করণীয় কী?

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ফরয নামাযের জামাতে সামনের কাতার পূরা হ‌ওয়ার পর পিছনের কাতারে একাকী দাঁড়ানো মাকরুহ। তবে একাকী দাঁড়ালে নামায হয়ে যাবে। এ সময় অন্য কোনো মুসল্লী আসার অপেক্ষা করবে। তাকে নিয়ে একসাথে পিছনের কাতারে দাঁড়াবে। কিন্তু যদি কোনো মুসল্লী না আসে, তাহলে সামনের কাতার থেকে একজন কে পেছনে নিয়ে আসবে। খেয়াল রাখতে হবে, যাকে সামনের কাতার থেকে পিছনে আনবে, সে যেন মাস‌আলার ব্যাপারে অভিজ্ঞ হয়। যদি মাস‌আলা জানা না থাকে, তাহলে সে বুঝতে পারবে না যে, আমাকে কেন টানা হচ্ছে। তখন সে নামায ফাসেদ করে দেওয়ার আশংকা আছে। তাই অভিজ্ঞ কাউকে পিছনে আনার চেষ্টা করবে।

في رد المحتار

ﻭﺇﻥ ﻭﺟﺪ ﻓﻲ اﻟﺼﻒ ﻓﺮﺟﺔ ﺳﺪﻫﺎ ﻭﺇﻻ اﻧﺘﻈﺮ ﺣﺘﻰ ﻳﺠﻲء ﺁﺧﺮ ﻓﻴﻘﻔﺎﻥ ﺧﻠﻔﻪ، ﻭﺇﻥ ﻟﻢ ﻳﺠﺊ ﺣﺘﻰ ﺭﻛﻊ اﻹﻣﺎﻡ ﻳﺨﺘﺎﺭ ﺃﻋﻠﻢ اﻟﻨﺎﺱ ﺑﻬﺬﻩ اﻟﻤﺴﺄﻟﺔ ﻓﻴﺠﺬﺑﻪ ﻭﻳﻘﻔﺎﻥ ﺧﻠﻔﻪ، ﻭﻟﻮ ﻟﻢ ﻳﺠﺪ ﻋﺎﻟﻤﺎ ﻳﻘﻒ ﺧﻠﻒ اﻟﺼﻒ ﺑﺤﺬاء اﻹﻣﺎﻡ ﻟﻠﻀﺮﻭﺭﺓ، ﻭﻟﻮ ﻭﻗﻒ ﻣﻨﻔﺮﺩا ﺑﻐﻴﺮ ﻋﺬﺭ ﺗﺼﺢ ﺻﻼﺗﻪ ﻋﻨﺪﻧﺎ

والله اعلم بالصواب