হিফয বিভাগ: শিক্ষাকাল ৩ বছর
এখানে কুরআন পাঠ ও হিফযের মূল কার্যক্রমের পাশাপাশি সুদক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রদেরকে এ তিন বছরে কিতাব বিভাগের উর্দূ জামাআত এবং স্কুলের চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পড়ানো হয়। তুলনামূলক দুর্বল ছাত্রদেরকে বিশেষ প্রচেষ্টার মাধ্যমে এ ক্লাসের উপযোগী করে গড়ে তোলা হয়, যাতে প্রত্যেক হাফেয ছাত্র যথাসময়ে হিফয শেষের সাথে সাথে প্রথম বছরে আমাদের প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী কওমী মাদরাসার তাইসীর জামাআত ও স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়তে পারে।
হিফয বিভাগের বৈশিষ্ট্য:
- শিশুদের সহজ-সরল ও বন্ধুসুলভ উপায়ে শিক্ষাদান।
- স্বল্প সময়ে হিফয সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা
- বোর্ডের অধীনে হাফেয ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা।
- কুরআন ও সুন্নাহর আলোকে আমল আখলাক গঠন।
- আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেয ও ক্বারী সাহেবানদের তত্ত্বাবধানে পরিচালিত।
- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষকের মাধ্যমে ক্বিরাত, হদর, তারতীলের বিশেষ প্রশিক্ষণ।
- সুন্দর ও সুললিত কণ্ঠে তিলাওয়াত শিক্ষার জন্য অডিও ভিজ্যুয়াল পদ্ধতিকে আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেয ও ক্বারীদের তিলাওয়াত অনুশীলন।
- জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা।
- জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিতভাবে বাধ্যতামূলক অংশগ্রহণ।
- ক্বিরাআতের ইমামগণ কর্তৃক স্বীকৃত লাহযাসমূহরে প্রত্যেক লাহযার প্রতি ধাপের মাশ্ক ও অনুশীলন।
- হিফযের সাথে নির্দিষ্ট সময়ে পরিমিতি বাংলা ও ইংরেজির জন্য হোমওয়ার্ক করানো হয়।
- প্রত্যেক ছাত্রকে প্রতিদিনের লেখাপড়ার রিপোর্ট তৈরি করে শ্রেণি শিক্ষক ও শিক্ষা সচিবকে দেখাতে হয়। এসব রিপোর্ট সংরক্ষণ করা হয় এবং আলোচনা-পর্যালোচনা করে সংশ্লিষ্ট ছাত্রের লেখাপড়ার মান উন্নয়নের ব্যবস্থা নেয়া হবে।
- হিফয বিভাগে সাপ্তাহিক শবীনার (রিভিশনের) যথাযথ ব্যবস্থা রয়েছে।