শিক্ষাকাল- ২বছর

সাধারণত: ৪ থেকে ৫ বছরের শিক্ষার্থীদের এ বিভাগে ভর্তি করা হয়। তাজভীদ ও তারতীলের সাথে কুরআন শিক্ষা, মাসনূন দোয়া, দৈনন্দিন জীবনের জরুরী মাসায়িল, নির্বাচিত হাদীসসমূহ অর্থসহ মুখস্থকরণ ও কুরআন শরীফের নির্বাচিত অংশসমূহ হিফজ করা সহ এই বিভাগে শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজি ইত্যাদি শিক্ষার ব্যবস্থা রয়েছে। আকর্ষণীয় বিষয় হলো, চার মাসভিত্তিক সেমিস্টারে দুই বছরে তথা ছয় সেমিস্টারে নূরানী বিভাগের ইসলামী সিলেবাসসহ জেনারেল বিষয়াদি  শিশু শ্রেণি-তৃতীয় শ্রেণি সুসম্পন্ন করা হয়। (স্কুলের সিলেবাস যাতে গুরুত্ব সহকারে পড়ানো হয়, এ জন্য প্রত্যহ ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র স্কুলের বিষয়গুলো ভিন্ন ক্লাসের ব্যবস্থা রয়েছে।

নূরানী বিভাগের বৈশিষ্ট্য

১। দুই বছরে কায়দা থেকে নাযরানা ( কুরআন শরীফ দেখে পড়া) সম্পন্ন করা হয়।

২। শিশু শ্রেণি থেকে পর্যায়ক্রমে তৃতীয় শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত পাঠদান।

৩। কুরআনুল কারীমের বিশেষ বিশেষ সূরা মাশ্কসহ মুখস্থ করানো হয়।

৪। শিশুদের মন বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।

৫। হাতের লেখা সুন্দর করণের প্রচেষ্টা। 

৬। শিশুদের সহজ, সরল, ভদ্র, মার্জিত ও বন্ধুসুলক আচরণে পাঠদান করানো হয়।